প্রকাশ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৪ AM আপডেট: ২৫.০৯.২০২১ ১২:১৭ PM

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
করোনা উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা (৭০), দুর্গাপুরের প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল (১৫) এবং টাঙ্গাইলের গোপালপুরের হাসমত আলি (৬০)।
এছাড়া করোনা পজিটিভ হয়ে মারা যান- ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫) নামে একজন।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন ভর্তিসহ বর্তমানে মোট ১৩৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১২ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন ব্যক্তি।
ভোরের পাতা/অ