গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।
শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দু’ জন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকি তিন জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। মৃত পাঁচ জনের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৪০ বেডের বিপরীতে ১১৪ জন রোগী ভর্তি ছিলেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ৪০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।