প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫০ পিএম

শেরপুরের শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার মরিচাপাড়া ও পুরান শ্রীবরদী এলাকায় যাকে যেখানে পেয়েছে কামড়িয়েছে ওই কুকুর।
স্থানীয়রা জানান, দুপুরে কালো রঙের একটি কুকুর প্রথমে মরিচাপাড়া ও পরে পুরান শ্রীবরদী এলাকায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দেয়। এতে শিশুসহ ১৫ জন আহত হন।
এর মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শ্রীবরদীতে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।