শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সন্তান বিক্রির টাকায় আরাম-আয়েশ করতে পারলেন না শামীমা!
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে স্বামীর অগোচরে ছয় মাস বয়সী কন্যা সন্তানকে পাঁচ লাখ টাকায় বেচে দিয়েছিলেন শামীমা আক্তার নামে এক নারী। সেই টাকায় বেশিদিন আরাম-আয়েশ করতে পারেননি। স্ত্রী-সন্তানের হদিস না পেয়ে আদালতের দ্বারস্থ হন তার স্বামী জাহিদুল ইসলাম। আদালতের আদেশে পুলিশ তৎপর হয়ে দুই মাস পর উদ্ধার করেছে শিশুটিকে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মা শামীমা ও শিশুটির ক্রেতা নুরুজ্জামানকে।

সোমবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে শিশুটিকে উদ্ধার করে বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গ্রেতফারকৃত শামীমা বগুড়া সদর উপজেলার শাহীন মিয়ার মেয়ে ও নুরুজ্জামান নরসিংদীর পলাশ উপজেলার কাজীরচর গ্রামের বাসিন্দা। শিশুটির বাবা জাহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্নপুরের বাসিন্দা।

জাহিদুল জানান, দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালে শামীমাকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই বসবাস করছিলেন শ্রীপুরের কর্নপুরের বাড়িতে। গত বছরের ডিসেম্বরে তাদের ঘরে আসে কন্যা সন্তান। সন্তানের ছয় মাস বয়সে চাকরির জন্য নরসিংদীতে চলে যান জাহিদুল। ১২ জুন শিশুটিকে নিয়ে বাড়ি থেকে চলে যান শামীমা। এরপর মোবাইল বন্ধ করে আত্মগোপনে থাকেন তিনি। খবর পেয়ে সন্তান ও স্ত্রীকে খুঁজতে থাকেন জাহিদুল। দুই মাসেও তাদের সন্ধান না পেয়ে তিনি গাজীপুর আদালতে অভিযোগ করেন। আদালত শ্রীপুর থানাকে মামলা গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

জাহিদুলের অভিযোগ, তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। তার অনুপস্থিতিতে সম্পর্ক ভাঙতেই তারা শিশুটিকে বিক্রির পরামর্শ দেয় শামীমাকে। তাদের কথা মতোই পাঁচ লাখ টাকায় কন্যা শিশুটিকে নুরুজ্জামানের কাছে বেচে দেন শামীমা।

শ্রীপুর থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ১০ সেপ্টেম্বর মামলা রুজু হয়। দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর রোববার রাতে নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর মা ও নুরুজ্জামানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com