প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৮:১১ পিএম

সরকার ঘোষিত সাতদিনের লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে ছিল জেলা প্রশাসন। বৃহস্প্রতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা।
নগরীর চরপাড়া, টাউন হল মোড়’ গাঙ্গিনারপাড়সহ ময়মনসিংহ শহরের অধিকাংশ এলাকা এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোতে যাত্রীবাহি যানবাহন একেবারেই নেই। মানুষের ভীড় নেই। হাতে গুনা কিছু রিকশা ও অটোরিকশা ছাড়া তেমন কিছু চোখে পড়েনি সড়কে। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বের হওয়া ব্যক্তিগত যানবাহন থামিয়ে বাইরে বের হওয়ার কারন জানতে চাইছে পুলিশ প্রশাসন। উপযুক্ত কারণ না দেখাতে পারলে গুনতে হচ্ছে জরিমানা। সব ধরনের দোকানপাটও বন্ধ দেখাগেছে।
জেলা প্রশাসন কার্যালয় সুত্রে জানাগেছে লকডাউন জেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি ছাড়াও র্যাব, পুলিশ, আনসার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে সার্বক্ষণিক কঠিনের চেয়ে কঠিন অবস্থানে তারা। একইসাথে বিধিনিষেধ মানাতে মাইকিং করে মানুষকে সচেতনও করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় ২১০টি মামলায় ১ লাখ ৬২ হাজার ৬৯০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে নগরির বিভিন্ন এলাকা পর্যবেক্ষন করতে দেখাগেছে। রিম ঝিম বৃষ্টিতে নগরির গাঙ্গীপাড় এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশকে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সুপার আহমার উজ্জামান স্যার নগরির সব এলাকা পর্যবেক্ষন করেছেন। আমরা সকাল থেকেই মাঠে আছি । করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি যে বিধিনিষেধ রয়েছে তা কঠোরভাবেই পালন করা হচ্ছে বলে জানান ওসি ডিবি শাহ কামাল আকন্দ।
ভোরের পাতা/পি