শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রশাসন ৮০ ভাগ র-এর নিয়ন্ত্রণে: এম এ মালিক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ৭:৫৯ PM

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক অভিযোগ করেছেন, প্রশাসনের ৮০ ভাগই এখনও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টদের নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার (৬ অক্টোবর) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘প্রশাসনে এখনো ভারতীয় ‘র’ শক্তিশালী। শেখ হাসিনা মানেই ‘র’। তার আমলে প্রশাসনের ১০০ শতাংশই ‘র’-এর প্রভাবে ছিল।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, “পলাতক ফ্যাসিস্ট হাসিনা ২২.৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে।’

এম এ মালিক আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি দল তার নেত্রীকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আপনার বাড়ির উঠান দিয়ে ভারতকে করিডোর দিতে চেয়েছিল, যেটি আপনি নিজে ব্যবহার করতে পারতেন না। এভাবেই হাসিনা দেশ বিক্রি করেছে।’

তিনি জানান, ‘ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ প্রায় ১,৫০০ বিএনপি নেতার বিচারবহির্ভূত হত্যার বিষয়টি আমি জেনেভায় তুলে ধরেছি। ১৬ বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। একবার হাসিনাকে টানা ১১ দিন যুক্তরাজ্যে অবরুদ্ধ করে রাখি। বের হওয়ার কোনো সুযোগ ছিল না। চিৎকার করে বলেছিল—‘বিএনপিকে বলো, তারেককে বলো, আমি কোনো হোটেল পাচ্ছি না।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রায় এক লাখ বাংলাদেশি মিলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সাড়ে চার ঘণ্টা ঘেরাও করে রেখেছিলাম। খালেদা জিয়াকে যেদিন তারা সাজা দেওয়ার জন্য নিয়ে যায়, সেদিন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি। আমরা বিনা অনুমতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাত ৪টা পর্যন্ত অবস্থান করি।’

যুক্তরাজ্য প্রবাসী লিলু মিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, লালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এবং তেতলি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রোমেল আহমদসহ আরো অনেকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com