প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন প্রকাশ্যে। বিপরীতে ট্রাম্পের তথা যুক্তরাষ্ট্রের অবস্থান বরাবরই ফিলিস্তিনের বিপক্ষে। তাই দুই নেতার বৈঠকে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলাদা আগ্রহ ছিল।
তবে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে প্রকাশ্যে দুই নেতার মতপার্থক্য ধরা পড়েছে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে স্টারমার কূটনৈতিক ভঙ্গিতে বলেন, ‘স্বীকৃতির প্রশ্নটি বিবেচনা করে দেখা প্রয়োজন।’ তিনি স্পষ্ট করে কিছু না বললেও বোঝা যাচ্ছিল, অতিথিকে বিরক্ত না করে নিজের অবস্থান প্রকাশের চেষ্টা করছেন।
ট্রাম্পও সরাসরি জানিয়ে দেন, ‘এই বিষয়ে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে মতভেদ আছে।’ তবে তিনি নিজের বক্তব্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের অবস্থা নিয়ে বেশি কথা বলেন।