
অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। এর মধ্যেই সামাজিক মাধ্যমে রটেছে—তিনি মারা গেছেন। অনেকেই শোক প্রকাশ করছেন।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদার স্বামী, খ্যাতিমান বাঁশিবাদক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী গাজী আবদুল হাকিম।
তিনি বলেন,“ফরিদা পারভীন অসুস্থ, তাই বলে এভাবে মিথ্যা খবর কেন প্রকাশ করতে হবে?”
অপপ্রচার আগেও হয়েছে জানিয়ে তিনি বলেন,“কয়েকদিন আগে অনেকেই বলল, তার জন্য আমরা আর্থিক সহযোগিতা চাই। এভাবে একেকদিন একেক মিথ্যা খবরে আমরা খুব মর্মাহত হচ্ছি।”
একুশে পদকপ্রাপ্ত এই গায়িকার চিকিৎসার জন্য কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন নেই—এই বিষয়টি আবারও স্পষ্ট করেন গাজী আবদুল হাকিম।
তিনি বলেন,“চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে ফরিদা পারভীনের। আমরা মনে করছি, তার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। রাষ্ট্র বলেছে কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা দেবে। ওই টাকা দিয়ে আমি কী করব? আমাদের অর্থনৈতিক সহযোগিতা লাগবে না। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করে দিলেই ভালো হয়।”
তাহলে কী ধরনের সহযোগিতা চান?—এই প্রশ্নে তিনি বলেন,“দেশের বাইরে নিতে হলে কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেগুলোর কথাই আমরা বলছি।”
পরিবারের ইচ্ছা, যেদেশে চিকিৎসা হবে, সেই দেশে ভর্তি থেকে শুরু করে আনুষঙ্গিক সব পদক্ষেপ সরকারিভাবে সম্পন্ন করা হোক। কারণ, ফরিদার পাশে থেকে এসব প্রক্রিয়া পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
গাজী আবদুল হাকিম বলেন,“ফরিদা পারভীন মানুষের জন্য অনেক কিছু করেছেন। সারা পৃথিবীজুড়ে তার নাম। তার মতো একজন শিল্পী অন্তত উন্নত চিকিৎসাসেবা তো পেতেই পারেন। সারাজীবন দেশের জন্য, সংগীতের জন্য কাজ করে গেলেন। আমিও সংগীতের সাধনায় জীবন কাটিয়ে দিয়েছি। আমাদের প্রতি রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে।”
তিনি আরও বলেন,“তার মতো শিল্পী সুচিকিৎসা না পেলে, সেটা দেশেরই দুর্নাম হবে।”