প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:২৩ পিএম

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় তিন’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাগুলোর পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি।
এ ধরনের ধারাবাহিক বিস্ফোরণ রাজধানীর জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।