শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর, নির্বাহী পরিচালক পারভেজ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:২৪ পিএম

গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট নির্বা‌চিত হ‌য়ে‌ছেন টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। অন‌্যদি‌কে, সিজিএস’র নির্বাহী পরিচালক হিসেবে অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএস জানায়, ৫ জুলাই পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই দুই পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জিল্লুর রহমান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন দায়িত্ব নিয়ে জিল্লুর রহমান বলেন, ‘সিজিএস নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা তথ্যভিত্তিক গবেষণা ও নীতিনির্ধারক সংলাপের মাধ্যমে গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে চাই।’

নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া পারভেজ করিম আব্বাসী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিজিএস-এ ‘সিনিয়র রিসার্চ ফেলো’ হিসেবেও দীর্ঘদিন গবেষণায় যুক্ত ছিলেন।

সিজিএস জানিয়েছে, নতুন নেতৃত্বের অধীনে গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং তা নীতিনির্ধারকদের কাছে কার্যকরভাবে উপস্থাপন করা হবে।

নতুন পরিচালনা পর্ষদে অন্য সদস্যরা হলেন— নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মী মুনিরা খান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মো. শফিউল্লাহ, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আব্দুল হক, নীতি বিশ্লেষক সুবীর দাস এবং লেখক ও সমাজ সংগঠক ফাহমিদা হক।

সিজিএস আশা প্রকাশ করেছে, নতুন নেতৃত্ব দেশের নীতিনির্ধারণী পরিসরে জবাবদিহিতা, স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রশ্নে আরও বলিষ্ঠ অবদান রাখবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com