প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ০৩.১২.২০২৫ ১:২৬ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার রাত ৯ টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এরপর নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন।
কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।
আর সর্বশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে প্রবেশ করেন।