শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২:৫৭ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৩:০২ PM

আওয়ামী লীগ সভাপতি ও ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 

রোববার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লিখেন, ইমাম হোসেন (রাঃ) ও তাঁর সাথীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, স্বাধীনতা ও সত্যের পক্ষে সংগ্রামের এক অনন্য উদাহরণ। কারবালার সেই ইতিহাস আজও গাজা থেকে শুরু করে, বাংলাদেশ পর্যন্ত প্রতিটি জনপদে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আত্মমর্যাদা ও সাহসের উৎস হয়ে আছে।

তিনি বলেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদই যেন একেকটি কারবালা আর প্রতিটি দিন আশুরা। এই প্রেক্ষাপটে ‘বাংলার ইয়াজিদ’ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য, তার হিসাব নেই। জুলাইয়ের সেই তরুণী, যিনি বলেছিলেন—‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’—তার স্মৃতির প্রতিও আমাদের রয়েছে একটি অঙ্গীকার।

নারীবিষয়ক প্রসঙ্গে কারবালার নারীদের আত্মত্যাগকে তুলে ধরে সামান্তা শারমিন বলেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আ.)—তাদের মতো নারীরা বিশ্বব্যাপী সকল মুক্তিকামী ও আত্মমর্যাদাশীল নারীর জন্য আদর্শ হয়ে থাকবেন। স্বামী, সন্তান কিংবা পিতা-ভ্রাতার শাহাদাত তাদের মনোবল ভাঙতে পারেনি। তারা ছিলেন দৃঢ়, মর্যাদাবান ও সংগ্রামী।

পোস্টে তিনি দাবি করেন, হাসিনা সরকারের অধীনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নারী, যাদের কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ও যেন ম্লান হয়ে যায়।

সামান্তা শারমিন আরও বলেন, এই সময়ে নারী অধিকার নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিশ্বজুড়ে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বিধবা হওয়া থেকে মুক্তি পেতে হলে নারী-স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে আমাদের চিন্তা-চেতনায় রূপান্তর ঘটানো জরুরি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইতিহাসের শিক্ষা থেকে আজকের সংগ্রামীরা অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের জন্য আরও সুসংগঠিত হবে, যেখানে অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নারীরাই অগ্রণী ভূমিকায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com