বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন মাউশি মহাপরিচালক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:১৬ পিএম

নতুন করে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে সর্বস্তরে। শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা। চলমান পরিস্থিতিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখা কি নিরাপদ এমন প্রশ্ন অনেকের? 

এমন পরিস্থিতিতে স্পষ্ট মত দিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

তিনি বলেন, ‘সংক্রমণ যদি মহামারির পর্যায়ে পৌঁছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই হবে যুক্তিসঙ্গত পদক্ষেপ। তবে তিনি একইসঙ্গে আশ্বস্ত করেন বর্তমান পরিস্থিতি এখনো সে মাত্রায় পৌঁছেনি, ফলে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন নেই।’

দেশের একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনার সংক্রমণের হার বাড়ছে ঠিকই, তবে সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

‘পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজন হতে পারে, বলেন তিনি।

তিনি আরও জানান, ‘বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে করোনা মহামারির সময় দীর্ঘ লকডাউনের অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। এবারও সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি উঠেছে।

বিশেষ করে ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানোর দাবিতে বিক্ষোভ ও অবরোধও হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com