বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নেতানিয়াহুকে নিয়ে বিল ক্লিনটনের বিস্ফোরক মন্তব্য!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:১১ পিএম

ইরানের বিরুদ্ধে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মূলত ক্ষমতায় টিকে থাকতে তার দীর্ঘমেয়াদি কৌশল বা ‘ধান্দা’। এমনটি মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
 
তিনি বলেন, নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন। কারণ, এই যুদ্ধ তাকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেয়।  

মার্কিন বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’য় অংশ নিয়ে বিল ক্লিনটন এ মন্তব্য করেন। তিনি এও বলেন, তিনি (নেতানিয়াহু) তো গত ২০ বছরে বেশিরভাগ সময়ই প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তার বর্তমান আচরণ, নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে গড়ে তোলা।  

অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট যুদ্ধ নয় বরং শান্তির আহ্বান জানান। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লিনটন বলেন, আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্প এই উত্তেজনা প্রশমিত করবেন। বেসামরিক মানুষের ওপর যে লাগাতার হামলা চলছে তিনি সেটি বন্ধের উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, আমার মনে হয়, আমাদের এই সংঘাত প্রশমিত করার চেষ্টা করা উচিৎ। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন না যে ট্রাম্প বা নেতানিয়াহু কেউই পূর্ণমাত্রার একটি আঞ্চলিক যুদ্ধ চান। তিনি বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, তাদের পাশে আমরা আছি; প্রয়োজনে তাদের রক্ষা করব। তবে যেসব গোপন যুদ্ধের মূল শিকার হয় নিরীহ মানুষ, যারা রাজনীতি বা সংঘাতে জড়িত নন; সেই পথ কোনো ভালো সমাধান হতে পারে না।

এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। তবে তারা ইসরায়েলকে তেহরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com