প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:০৪ পিএম

জি৭ নেতাদের সম্মেলনে যোগ দিতে রোববার (১৫ জুন) কানাডায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হতে পারে। খবর এএফপি’র।
সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে। তবে তিনি স্পষ্ট করে বলেননি, তিনি ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধ করতে বলেছেন কিনা।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টেও ট্রাম্প একই রকম মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ইরান ও ইসরায়েলকে একটা সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরুর পর কানানাস্কিসে এই তিন দিনের সম্মেলনের মধ্য দিয়ে ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে ফিরলেন।