বুধবার ৯ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২

শিরোনাম: টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল   বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস   এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু   শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই   এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এনসিপি নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:১৯ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচরা গ্রামের আবদুল মান্নান বৃহস্পতিবার (১২ জুন) রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া তাকে উকিল নোটিশও দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, এনসিপি সমর্থক আবদুল মান্নান বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বালুচড়া দক্ষিণপাড়া গ্রামের জামাল আকন্দের ছেলে। এলাকায় চাতাল ব্যবসার সুবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বযক সাইফুল ইসলাম বুলবুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বুলবুল কয়েকদিন আগে নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক দাবি করে আবদুল মান্নানকে বগুড়া জেলা পরিষদে চাকরির প্রলোভন দেন। তদবিরের বিনিময়ে বুলবুল তার কাছে নগদ সাত লাখ টাকা নেন।

শর্ত ছিল চাকরি না হলে সাত দিনের মধ্যেই টাকা ফেরত দেবেন। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে মান্নানকে সাত লাখ টাকার চেক দেওয়া হয়। পরে মান্নান চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ডিজঅনার হয়। এতে বগুড়ার আদালতে এনআই অ্যাক্টে মামলা হয়। এ ছাড়া আবদুল মান্নান এ ব্যাপারে এনসিপি নেতা বুলবুলকে উকিল নোটিশ দেন। এতে বুলবুল ক্ষিপ্ত হয়ে মান্নানকে হুমকি-ধমকি দেন।

আবদুল মান্নান জানান, বগুড়া জেলা পরিষদে চাকরি লাভের জন্য তিনি গরু ও জমি বিক্রি করে বুলবুলকে সাত লাখ টাকা দিয়েছেন। চাকরি বা টাকা ফেরত কোনোটিই তাকে দেওয়া হয়নি। উকিল নোটিশ দেওয়ায় নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এনসিপি নেতা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। অন্যথায় বড় ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি আতঙ্কে দিনযাপন করছেন।

অভিযোগ প্রসঙ্গে এনসিপি সারিয়াকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুল বলেন, ‘আবদুল মান্নানের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগটি সঠিক নয়।’


তিনি আরও জানান, গত ৩০ জানুয়ারির উকিল নোটিশ তিনি গত ঈদের আগে হাতে পেয়েছেন। এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ব্যবসায়িক বিষয় রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, এনসিপি নেতার বিরুদ্ধে এক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগটি পেয়েছেন। সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংগঠনে প্রতারক, চাঁদাবাজ, সন্ত্রাস বা অন্যায়কারীর ঠাঁই নেই। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলার প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘটনা মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ ও সহযোগিতা করা হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com