বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উত্তপ্ত প্রেস ক্লাব, পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:২০ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ২:২২ PM

জাতীয় প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর শুরু হয় লাঠিচার্জ।

বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা ও বিভিন্ন সীমাবদ্ধতার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করছিলেন। তারা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। তখনই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

বিক্ষোভকারীদের একটি বড় অংশ এখনও প্রেস ক্লাব এলাকায় ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তারা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর কথা বললেও পরিস্থিতি ক্রমেই উত্তেজনাকর হয়ে ওঠে।

এর আগে, ৮ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে।

ডিএমপি জানায়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডসহ আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আন্দোলনরত শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছেন না। নতুন গণবিজ্ঞপ্তিতে বয়স ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে অনেকেই বাদ পড়ছেন। এ কারণে তারা গণবিজ্ঞপ্তির শর্ত শিথিল ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানাচ্ছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রস্তুত রয়েছে। তবে বিকেল পর্যন্ত আন্দোলনকারীরা সরে না গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও টানটান উত্তেজনা বিরাজ করছে প্রেস ক্লাব এলাকায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com