বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আ. লীগ নেতার বাড়িতে লুটপাট, সেনাবাহিনীর হাতে আটক ৩ ‘সমন্বয়ক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:২৮ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ১০:২৯ PM

সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটি গ্রামে আওয়ামী লীগ নেতা এক ইউপি সদস্যের বাড়িতে হামলা-মারধর ও চাঁদাবাজির অভিযোগে তিন ‘সমন্বয়ককে’ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে দেবাহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া তিনজন হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের ছাত্র সমন্বয়ক নাহিদ হাসান, শ্যামনগরের কৈখালি গ্রামের আব্দুর রহিম এবং আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরের দিকে পাঁচজন ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পড়েন। তারা নিজেদের সমন্বয়ক ও পুলিশ সদস্য বলে পরিচয় দেন। পরে তিনজন রব্বানীর ঘরে ঢুকে এবং বাকি দুজন আব্দুর রবের ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নেন।

ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় সেখান থেকে দুজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করেন স্থানীয়রা। এরপর সাতক্ষীরার সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর একটি দল এসে তিনজনকে ধরে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ বলেন, রব্বানী মেম্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছেন। তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে গিয়েছিলেন। তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু রব্বানীর পরিবারের লোকজন উল্টো সমন্বয়কদের ‘ডাকাত’ বলে অপপ্রচার চালিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন।

এদিকে এ ঘটনায় ইউপি সদস্য গোলাম রব্বানীর স্ত্রী দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, তিনজন সমন্বয়ক আটকের খবর পেয়েছি। যেহেতু সেনাবাহিনী তাদের নিয়ে গেছে, তাই এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com