রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান   হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি   ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন   হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যার্টনি জেনারেল   সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
পথ হারিয়ে কথা বলতে তারেকের কাছে গেছেন ইউনূস সাহেব: ফজলুর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:২১ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন, তখন পথ খুঁজে পেতে তিনি আমাদের নেতা তারেক রহমানের কাছে ১২ ঘণ্টা প্লেন চালিয়ে লন্ডন গেছেন। তিনি বলেছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন।

বুধবার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, মাত্র ১৫ দিন আগেও ইউনূস সাহেব ছয় দিন ধরে সময় চাওয়ার পরও বিএনপিকে এক ঘণ্টা সময় দেননি। অথচ এখন ১০-১২ ঘণ্টা প্লেনে উড়ে লন্ডনে গিয়ে আমাদের নেতার সঙ্গে দেখা করছেন।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করি, তিনি সৎভাবে, সত্যভাবে কথা বলবেন। আমাদের নেতার অভিজ্ঞতা, যোগ্যতা ও দেশ পরিচালনার ক্ষমতা আছে। আলোচনার মাধ্যমে দেশকে রক্ষার পথ খুঁজে পাওয়া যাক, আমরা আর আন্দোলন করতে চাই না।

রাজাকারবিরোধী অবস্থানের কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, আমি রাজাকারবিরোধী, এজন্য যদি কেউ আমাকে পছন্দ না করেন, ভোট না দেন, তবুও সমস্যা নেই। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।

ভোটাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, এখন দেশের মানুষ শুধু একটা ভোট দিতে চায়। ২০১৪ সালে মানুষ ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেরা নিজেদের ভোট দিয়েছে। ২০১৮ সালে শেখ হাসিনা বাপের নামে শপথ করে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু ভোটের দিন দেখা গেল, আগের রাতেই ভোট শেষ। নিশিরাতে এমপি বানানো হয়েছে।

উপজেলার বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে বিকেল সাড়ে ৪টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com