বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টাঙ্গাইলে বিক্ষোভের মুখে থামল শাকিব খানের 'তাণ্ডব': বন্ধ হলো সিনেমা প্রদর্শনী
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:৩৩ AM

টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন আয়োজকরা। ওলামা পরিষদ ও স্থানীয়দের বিক্ষোভ এবং হুমকির মুখে মঙ্গলবার (১০ জুন) দুপুর থেকে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে সিনেমা প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়। এতে কয়েক লাখ টাকার লোকসানের মুখে পড়েছেন আয়োজকরা।

গত শুক্রবার (৭ জুন) ঈদের দিন থেকে পারখি ইউনিয়নেরআউলিয়াবাদ বাজারে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে সাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন শুরু করা করা হয়।

ঈদের আগের দিন পারখি ইউনিয়নের ওলামা পরিষদের নেতারা ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন।

জানাগেছে,স্থানীয় কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদীর নেতৃত্বে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হল ভাড়া নিয়ে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন আয়োজন করা হয়েছিল। হলটি এক মাসের জন্য ভাড়া নেওয়া হলেও প্রাথমিকভাবে ১০ দিনের ভাড়া পরিশোধ করা হয়। ঈদের দিন থেকে কালিহাতীর আউলিয়াবাদসহ সারাদেশের ১৩২টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছিল।

আয়োজক সাজু মেহেদী জানান, কমিউনিটি সেন্টারের এসি সার্ভিস, টিকিট প্রিন্ট ও স্বেচ্ছাসেবক নিয়োগে সব মিলিয়ে আমাদের নয় লাখ টাকার বেশি খরচ হয়েছে। আমরা সব মিলিয়ে আড়াই দিনের মতো ছবি চালাতে পেরেছি। ভালো সাড়া পাচ্ছিলাম। এছাড়া আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, পোস্টার লাগাতে দেয়নি ও মাইকিং করতে দেয়নি।

আয়োজক কামরুজ্জামান সাইফুল জানান, শুরু থেকে ভালোই সাড়া পাচ্ছিলাম। সকালে কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলের সামনে ব্যানার লাগানোর পর দুই মিনিটও রাখতে পারিনি। বিভিন্নভাবে আমার কাছে হুমকি আসতে থাকে। নিরাপত্তাহীনতার অভাবে বন্ধ 
করতে বাধ্য হয়েছি।

এবিষয়ে আন্দোলনকারী মাওলানা আব্দুল্লাহ জানান, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে। এছাড়া অসামাজিক কার্যকলাপ হতে পারে। সেজন্য হলটি (সিনেমা প্রদর্শন) বন্ধের জন্য বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আয়োজকরা তার কাছে এসেছিলেন এবং তিনি তাদের জানিয়েছেন যে, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, বিষয়টি আমি জেনেছি। জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে তারা সিনেমা প্রদর্শন করে আসছিলেন। ওই প্রদর্শনী বন্ধ করার জন্য স্থানীয় ওলামা পরিষদের নেতারা একটি আবেদন করেছে। তবে আমি ছুটিতে রয়েছি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থার তদন্তের মাধ্যমে আমরা হলটি ভাড়া দিয়েছিলাম। সঙ্গে কিছু শর্তও দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল, সেখানে আইনশৃঙ্খলার অবনতি হলে সিনেমা চালানো বন্ধ করতে হবে। পরবর্তীতে কী হয়েছে,তা জানা নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com