মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ৯ মাসে এনবিআরের সাড়ে ১৬ হাজার অভিযান, আদায় ৯৯৪ কোটি টাকা   ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প   রাশিয়ার মার্কিন দূতাবাসে হামলায় নিহত ১০   বিদেশে সাইফুল আলম ও তার স্ত্রীর সম্পদ ফ্রিজের আদেশ আদালতের   ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত   যুদ্ধবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প   আ.লীগ আমলের বিতর্কিত তিনটি ইসির সবার পাসপোর্ট বাতিল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা এসে প্রথমদিনেই টাইগারদের অনুশীলনে শন টেইট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:৫৫ পিএম

যখন দেশের ক্রীড়াপ্রেমীরা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফুটবল দলের খেলা ঘিরে উন্মাদনায় মত্ত, তখন নীরবে ঈদের ছুটি শেষে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। সামনের শ্রীলঙ্কা সফরকে ঘিরে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প।

পেসারদের নিয়ে কাজ শুরু করেছেন সদ্য দায়িত্ব নেওয়া বোলিং কোচ শন টেইট। এদিন তার অধীনে বোলিং অনুশীলনে অংশ নেন এবাদত হোসেন, নাহিদ রানা ও হাসান মাহমুদ। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান সফরে দলের সঙ্গে থাকলেও এই প্রথম মিরপুরে অনুশীলনে দেখা গেল টেইটকে।

অনুশীলনে মূলত লাল বলকে গুরুত্ব দেওয়া হয়, যা বোঝায় সফরের শুরুতে টেস্ট সিরিজের গুরুত্ব। কারণ, ১৭ জুন গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে, কলম্বোয়।

সফরের আগে মাত্র চারদিনের প্রস্তুতি ক্যাম্প পেয়েছে বাংলাদেশ দল। এই স্বল্প সময়ের মধ্যেই নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে দুই দিনব্যাপী দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। টেস্ট স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের অংশগ্রহণে বুধবার ও বৃহস্পতিবার এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

প্রায় এক মাসের দীর্ঘ এই সফরে টেস্টের পর থাকবে তিনটি ওয়ানডে—যার প্রথম দুটি হবে কলম্বোয়, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই পাল্লেকেলেতে। সফরের শেষ পর্বে তিনটি টি২০ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ১০ জুলাই পাল্লেকেলেতে, বাকি দুটি যথাক্রমে ১৩ জুলাই ডাম্বুলা ও ১৬ জুলাই কলম্বোয় অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা সফরের আগে যতটুকু সময় আছে, সেটিকে কাজে লাগাতে চাইছেন মুশফিক-লিটনরা। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুটা ভালো হলে আগামী লক্ষ্যগুলো অর্জন করা সহজ হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com