শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মুক্তিযুদ্ধের সময় কি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন, ফারুক ই আজমকে রনি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:৫৪ AM

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে ফারুক ই আজমের দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

গোলাম মাওলা রনি বলেন, উনি যেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন, যেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ‘জয় বাংলা’ স্লোগানে আন্দোলিত হয়েছিলেন, সেদিন কি তিনি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন? না, তিনি স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অথচ আজ তিনি সেই বঙ্গবন্ধুর নাম নিতে গিয়ে বারবার ‘শেখ মুজিব, শেখ মুজিব’ বলছেন- এত সংকোচ কেন? শুধু একটি চেয়ারের জন্য এত কিছু?

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’- এই শব্দগুলোই তো মুক্তিযুদ্ধের প্রতীক। উনি নিজেই তো এই স্লোগান দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান ব্যবহার করেছেন। তাই আপনি আগে শিখুন- আর যদি করতে না পারেন, তাহলে অন্তত চুপ থাকুন।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, একটা পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন। অধ্যাদেশ জারি করছেন আবার বাদ দিচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এতে করে স্পষ্ট হয়- এই অবস্থান পরিবর্তন উদ্দেশ্যপ্রণোদিত ও আত্মকেন্দ্রিক।

তিনি বলেন, আজ যা কিছু ঘটছে, সবই পরস্পরবিরোধী। একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। এসব দেখে মাঝে মাঝে মনে হয়, আমি পাগল হয়ে যাচ্ছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com