শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নেতানিয়াহুর বিদায় চান ৫৭ ভাগ ইসরাইলি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:৪৮ AM

ইসরায়েলের জনগণের বড় একটি অংশ এখন চাচ্ছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিদায়। সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে, ৫৭ শতাংশ ইসরায়েলি নাগরিক চান দেশটিতে আগাম নির্বাচন হোক, যাতে নেতানিয়াহু ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। গাজা যুদ্ধের দীর্ঘসূত্রতা ও নেতানিয়াহুর প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা—এই দুই কারণে তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই জরিপ পরিচালনা করেছে ইসরায়েলভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২। সাম্প্রতিক সময়ে গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের দীর্ঘস্থায়ীত্ব এবং যুদ্ধের মূল লক্ষ্য পূরণ না হওয়ায় এই জরিপের প্রেক্ষাপট তৈরি হয়েছে। নেতানিয়াহু শুরুতে বলেছিলেন, গাজা থেকে সব ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করবেন এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করবেন। কিন্তু দেড় বছরের বেশি সময়েও সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে এবং আগাম নির্বাচনের দাবি জোরদার হচ্ছে।
 
চ্যানেল ১২-এর করা জরিপে দেখা গেছে, যদি এখনই নির্বাচন হয়, তাহলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত-এর নেতৃত্বাধীন নিউ রাইট দল সবচেয়ে বেশি, অর্থাৎ ২৪টি আসনে জয়লাভ করবে। দ্বিতীয় অবস্থানে থাকবে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি, যা পাবে ২২টি আসন। তৃতীয় অবস্থানে থাকবে ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি, যার ঝুলিতে থাকবে ১২টি আসন।

এই তিন দলের পরে থাকা অন্যান্য দলের মধ্যে শ্যাস পার্টি এবং ইসরায়েল বেইতেইনু পার্টি—দুটি দলই ১০টি করে আসন পাবে। সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের ইয়েশ আতিদ পাবে ৯টি, ইৎজহাক গোল্ডনপের ইউনাইটেড তোরাহ জুডাইসজম পাবে ৮টি, এবং ইতামার বেন গিভরের ওৎজা ইহুদিত পার্টি পাবে ৮টি আসন। পাশাপাশি, বেনি গান্তজের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি পার্টি ৭টি আসন পাবে, এবং আরব নেতৃত্বাধীন দুই দল—হাদাশ-তা’ল ও ইউনাইটেড আরব পার্টি—প্রতিটি ৫টি করে আসন পাবে।

ইসরায়েলের সংসদ, নেসেট-এর মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু এই জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে, এখনকার কোনো দলের এককভাবে সরকার গঠনের মতো জনপ্রিয়তা নেই। ফলে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে জোটের প্রয়োজনীয়তা বাড়বে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধ ঘিরে নেতানিয়াহুর সরকার বর্তমানে বড় চাপের মুখে। যুদ্ধকালীন মন্ত্রিসভার দুই শরিক ইতোমধ্যেই পদত্যাগ করে বিরোধী জোটে যোগ দিয়েছেন। ফলে নেতানিয়াহুর নেতৃত্বে থাকা জোট সরকার দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দেশের ভেতরে-বাইরে, বিশেষ করে যুদ্ধ পরিচালনা এবং জিম্মিদের ভাগ্য নিয়ে, নেতানিয়াহুর কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।

ইসরায়েলে জনগণের মধ্যে নেতানিয়াহুর ওপর আস্থাহীনতা ক্রমেই বাড়ছে। যুদ্ধ থামছে না, জিম্মিরা ফিরছে না, আর নেতানিয়াহুর প্রতিশ্রুতিগুলোও এখন প্রশ্নবিদ্ধ। এমন প্রেক্ষাপটে আগাম নির্বাচন কেবল রাজনৈতিক প্রয়োজনই নয়, বরং হয়ে উঠছে জনগণের স্পষ্ট দাবি। ভবিষ্যতের ইসরায়েলি রাজনীতিতে নতুন জোট ও নেতৃত্ব গঠনের সম্ভাবনা তাই আর অবিশ্বাস্য নয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com