প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:২৯ পিএম

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ শাসক ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
রবিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভাটির আয়োজন করে বিএসপিপি।
সভায় কাদের গনি চৌধুরী বলেন, ‘রাজনৈতিক ও সামরিক পরিক্রমায় দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে মুক্তির দিশা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সবচেয়ে বড় কথা, এই জাতির সবচেয়ে বড় যে অর্জন, সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষক নন তিনি মুক্তিযুদ্ধের সংগঠকও। তিনি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা।
মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রথম যে সামরিক ব্রিগেড জেড ফোর্সেরও অধিনায়ক। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত সার্কেরও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন একজন ভিশনারি স্বার্থক ও কীর্তিমান রাষ্ট্রনায়ক।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন। একই সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সৎ শাসক। তার বিরুদ্ধে আজ পর্যন্ত তার চরম শত্রুরাও দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেনি। তিনি মাত্র ৪৫ বছর বয়সের কর্মে জ্যোতির্ময় হতে পেরেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসপিপি আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম সেলিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতা আ ন হ আখতার হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম শামস প্রমুখ।