আ. লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোন সুযোগ নাই: আমান উল্লাহ আমান
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:৪০ AM

বিএনপি'র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, এদেশের আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোন সুযোগ নাই। অন্তর্র্বতীকালীন সরকার আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছেন।
তিনি রবিবার কেরানীগঞ্জের কোনাখোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এবং বাস্তা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আমান উল্লাহ আমান আরো বলেছেন, দেশের ক্রান্তিকালীন সময়ে জিয়া পরিবারই এদেশের হাল ধরেছেন। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের হাল ধরেছেন। দীর্ঘ ৯ বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ৯০ এর গনঅভ্যুত্থানে জিয়া পরিবারই এগিয়ে এসেছেন। সর্বশেষ জুলাই বিপ্লবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ নতুন বাংলাদেশ পেয়েছে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে তার নির্দেশেই হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর বিএনপি'র শত শত নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। শত শত বিএনপির নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে ৬ বছর জেল খাটিয়েছেন। তার সাথে আমাকেও ১৫ বছরে ১১ বার কারাবরণ করতে হয়েছে। যারা এখন নির্বাচন চায়না তাদের কোর ভোট নেই। তাদের ভরাডুবি হবে বলে জেনেই তারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়। এখনো বাংলাদেশের প্রতিটি বাড়িতে বাড়িতে বিএনপির ভোট ব্যাংক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম হাসান,নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির,বিএনপি নেতা সেলিম রেজা,শামসুল ইসলাম লিটন, মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওযালিউল্লাহ সেলিম, শেখ জুয়েল, জানে আলম সুমন প্রমূখ।