রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান   হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি   ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন   হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যার্টনি জেনারেল   সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
শেষ দিনের আগে থেমে গেল ইশরাকের মেয়র হওয়ার স্বপ্ন!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আদালতের রায়ে বিজয়ী ঘোষিত হলেও শপথ না নেওয়ায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারলেন না বিএনপি নেতা ইশরাক হোসেন। অথচ আজ, ১ জুন ২০২৫, শপথ নিলে এটাই হতো তার একমাত্র কর্মদিবস, কেননা আজই শেষ হচ্ছে করপোরেশনের মেয়াদ।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ফলাফল গেজেট আকারে প্রকাশ হয় ২ ফেব্রুয়ারি, এবং ২ জুন অনুষ্ঠিত হয় করপোরেশনের প্রথম সভা, যার মাধ্যমেই আইন অনুযায়ী মেয়াদের গণনা শুরু হয়।

ফলাফলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একই বছরের ৩ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ শুনানির পর চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন এবং নির্বাচন কমিশনকে (ইসি) নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে ইসি ২৭ এপ্রিল আগের গেজেট সংশোধন করে তাপসের নামের স্থলে ইশরাক হোসেনের নাম প্রতিস্থাপন করে। কিন্তু তাতেও শপথ গ্রহণ হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত বোর্ডের মেয়াদ গণনা করা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অনুযায়ী, বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হয় ১ জুন ২০২৫।

তারা বলেন, যেহেতু ইশরাকের নামে নতুন কোনো গেজেট নয়, বরং আগের গেজেটে কেবল নাম প্রতিস্থাপন করা হয়েছে, তাই তার জন্যও একই মেয়াদ প্রযোজ্য।অর্থাৎ, যদি শপথ নিতেন, তাহলে আজই শেষ হতো তার মেয়র পদের কার্যকাল।


ইশরাককে মেয়র ঘোষণার গেজেট ও রায়কে চ্যালেঞ্জ করে রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামের দুই ব্যক্তি আইনি নোটিশ ও রিট করেন। তারা দাবি করেন, এই রায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং গেজেটও অবৈধ।

এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের হয়, যাতে ২৭ মার্চের রায় ও ২৭ এপ্রিলের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি চাওয়া হয়। পরে বিষয়টি আপিল বিভাগে উঠলে সর্বোচ্চ আদালত গেজেট স্থগিত না করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আদালতের রায়ের কপি হাতে পাইনি। কপি পাওয়ার পর আইন পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।”

২০২০ সালের নির্বাচনে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর ইশরাক পান ২ লাখ ৩৬ হাজার ৪৭৬ ভোট। তবে পরবর্তী সময়ে ফল বাতিল করে ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করেন।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করা হয়। এরপর থেকে অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com