শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
রোজার ঈদের মতো এই ঈদেও নৌপথে কোনো সমস্যা হবে না: নৌপরিবহন উপদেষ্টা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:০২ পিএম

রোজার ঈদের মতো এই ঈদেও কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম শাখাওয়াত হোসেন।

শনিবার (৩১ মে) দুপুরে ভোলায় সফরে এসে ভোলার ইলিশা ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোলা-ঢাকা রুটে ফেরি চালুর বিষয়ে শাখাওয়াত হোসেন বলেন, ফেরির অনেক সংকট রয়েছে। কিছু ফেরি পুরোনো হয়ে গেছে।

কিছু ফেরি এখনো আরিচা-দৌলতিয়া চলছে। তার পরেও আমরা ক্ষমতা নেওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘সরকারি ফেরি অনেক জায়গায় দেওয়া আছে। বিভিন্ন জায়গায় যেখানে যাত্রী পারাপারে অসুবিধা হয়।

মহেশখালী, সন্দ্বীপে দিয়েছি। এখন কুতুবদিয়া চাচ্ছে। কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারব।’

ঈদে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত লঞ্চ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কোনো লঞ্চ সার্ভিস পরিচালনা কটে না।

লঞ্চ পরিচালিত হয় ব্যক্তিগতভাবে। এখন কেউ বেসরকারিভাবে চালু করলে করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই।

এ সময় ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com