প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১:১৭ AM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মানবিক করিডরের ব্যাপারে আমরা (প্রধান উপদেষ্টাকে) ‘নো’ বলে এসেছি, বন্দরের ব্যাপারে ‘নো’ বলে এসেছি। দেশের স্বার্থের বিরোধী আমরা কোনো কিছুতে ‘হ্যাঁ’ বলিনি।”
রবিবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
শফিকুর রহমান বলেন, “দেশের স্বার্থ বিচ্যুত হবে, সেখানেই আমাদের ‘নো’। আমরা বলেছি, এই দুইটা বিষয়ে না আগানোই ভালো।”
তিনি বলেন, “নির্বাচিত সরকারের যদি এ ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন যদি সিদ্ধান্ত নিতে চান, তাহলে সব রাজনৈতিক দলকে নিয়ে বসতে হবে, তাদের নিয়ে কথা বলতে হবে, তাদের কথা বলার সুযোগ দিতে হবে। তারপর সামষ্টিকভাবে দেশের জন্য ভালো হবে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শফিকুর রহমান বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছি, আপনি একজন সম্মানিত মানুষ। আপনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন। তিনি বলেছেন, ‘আমি আমার কথায় শক্ত আছি, সেই নির্বাচন আপনারাই পাবেন। তবে আমি চাচ্ছি, এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেক মানুষ ভোট দিয়ে হাসিমুখে বের হবে। এমন হবে না যে তার ভোট আরেকজন দিয়ে দেবে’।”
আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, “ইলেকশন করতে পারি, না-ও পারি। ইলেকশন করা একমাত্র উদ্দেশ্য নয়। মানুষের গায়ে লেগে থাকতে চাই। মানুষের পাশে থাকতে চাই।”
এর আগে সকাল ১০টার দিকে জামায়াতের আমির উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।