
রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত সারা দেশের রাজনীতি। ঢাকার রাজনীতির উপরও অনেকটা নির্ভর করে তৃণমূল রাজনীতির পথ-পরিক্রমা। ঢাকায় ভোটের রাজনীতি, ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষের মনোভাব নিয়ে ঢাকা ১৭ সংসদীয় আসনের এলাকা গুলশান, বনানি, নিকেতন , মহাখালী, বারিধারা ও শাহজাদপুর সরেজমিনে ঘুরে বেড়িয়েছে দৈনিক ভোরের পাতার এই প্রতিবেদক। তুলে এনেছে ওই এলাকার বিএনপিসহ অন্যদলের নেতাকর্মীদের নির্বাচনী ভাবনা। স্বৈরাচারের মাস্টার মাইন্ড শেখ হাসিনার লজ্জাজনক বিদায়তে উজ্জীবিত সাধারণ ভোটাররা। জমজমাট রাজনীতির মাঠ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন।
মূলত গুলশান, বনানি, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। যার মোট ভোটারের সংখ্যা ৩,২৩,৯৩৫। এর মধ্যে পুরুষ ভোটার- ১,৭০,৭৮৩, নারী ভোটার-১,৫৩,১৪৭ ও হিজড়া ভোটারের সংখ্যা-৫। জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে রয়েছে বহুমুখী গুঞ্জন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন থেকেই ঢাকা-১৭ আসন চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লা। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগুচ্ছেন নির্বাচনের পথে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে আরো সুসংগঠিত করতে করছেন নানান দলীয় কর্ম সূচী । ঢাকা-১৭, নির্বাচনী আসনে সর্বত্রই আলোচনায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা নাম।
সরেজমিনে ঘুরে আরও জানা যায়, ঢাকা ১৭ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনীতিতে সক্রিয় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লা। গুলশান, বনানি, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাস এলাকায় নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদানসহ নানাভাবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, জন্য নিবেদিত প্রাণ। এ আসনে তার বিকল্প নেই। তিনি এমপি নির্বাচিত হলে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, মব জাস্টিজ জিরো টরারেন্স হবে বলে দাবি করেন তারা।
গুলশান-১-এর ২৪ নম্বর সড়কের ভোটার বেসরকারি চাকরিজীবী নোভা চৌধুরি বললেন, বিএনপির কামাল ভাইয়ের নাম শুনছি চারদিকে। অন্যদের তো কোনো খোঁজ নেই বললেই চলে।
ডিওএইচএস বারিধারার ভোটার শেখ ওবায়দুর রহমান বলেন, 'আসলে পছন্দের কোনো প্রার্থীই নেই। তবে ভাসাবি ফ্যাশনের মালিকের নাম শুনেছি। গুলশান-২ নম্বর চত্বরের ফুটপাতের দোকানি আনোয়ার হোসেন বলেছেন, 'আমি এখনও সিদ্ধান্ত নেইনি। তবে কামাল জামান ভাইকে সরব দেখা গেছে চারদিকে।
এ প্রসঙ্গে কামাল জামান মোল্লা বলেন, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করবো। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, ‘বিএনপিকে ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। বিএনপির ওপর ভরসা রাখতে হবে। কারণ বিএনপির বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে। সেজন্য সামনের নির্বাচনে বিএনপি কে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।