প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:৩০ AM

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে ২০ জুলাই।
তিন মাস সময় বাড়িয়ে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তারিখ পুন:নির্ধারণ করেন। এর আগে প্রতিবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদন করে প্রসিকিউশন। আবেদনের ওপর শুনানি শেষে মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল উপরোক্ত তারিখ ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো: মিজানুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম ও সুলতান মাহমুদ। গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে করা তৃতীয় মামলা এটি।
গতকাল সকালে এই মামলায় ৮ আসামি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো: শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো: মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো: আরাফাত হোসেন।