শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
পাকিস্তান থেকে দেড় লক্ষাধিক দক্ষ কর্মী নেবে বেলারুশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:১৩ পিএম

পাকিস্তান থেকে দেড় লক্ষাধিক দক্ষ কর্মী নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। এ ইস্যুতে ইতোমধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে।

গত বৃহস্পতিবার সরকারি সফরে বেলারুশ যান শেহবাজ। শুক্রবার রাজধানী মিনস্কে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, “শিগগিরই আমরা পাকিস্তান থেকে বিপুল সংখ্যক দক্ষ কর্মী নিচ্ছি। এই সংখ্যা হতে পারে ১ লাখ, ১ লাখ ২০ হাজার কিংবা দেড় লক্ষাধিক। আমাদের পছন্দমতো খাতগুলোতে তাদের নিয়োগ দেওয়া হবে। আমরা তাদের গ্রহণ করার জন্য তৈরি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত শেহবাজ বলেন, “আমি কথা দিচ্ছি যে যেসব কর্মী আমরা পাঠাব, তারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবে এবং আপনাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি মিনস্ক এবং ইসলামাবাদের মধ্যে মৈত্রীর সেতুবন্ধন নির্মাণেও ভূমিকা রাখবে তারা।”

বেলারুশের প্রেসিডেন্টের এই প্রস্তাবে যে তিনি খুবই খুশি হয়েছেন তা ও সংবাদ সম্মেলনে জানাতে ভোলেননি শেহবাজ। তিনি বলেন, “আমি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর প্রতি কৃতজ্ঞ। তিনি আমার ভাইয়ের মতো। আজ আমার জন্য খুবই খুশির একটি দিন।”

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, তাদের মধ্যে অন্যতম বেলারুশের আয়তন ২ লাখ ৭ হাজার ৫৯৫ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ৯১ লাখ ৯ হাজার ২৮০ জন।

ফলে দেশটিতে তীব্র শ্রমিক সংকট রয়েছে। বর্তমানে বেলারুশে কর্মরত আছেন ৬০ হাজারের কিছু বেশি অভিবাসী কর্মী।

গত নভেম্বরে অভিবাসী কর্মীদের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বেলারুশের উপবাণিজ্যমন্ত্রী তাতিয়ানা এস্ত্রিকো। এক সাক্ষাৎকারে তিনি বলেছিরেন, “আমরা সবাই জানি যে আমাদের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট চলছে। এই সংকট কাটানোর জন্য আমাদের আরও বেশি সংখ্যক অভিবাসী কর্মী গ্রহণ করতে হবে। এটাই অনিবার্য বাস্তবতা।”

সূত্র : আরটি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com