রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২

শিরোনাম: মেজর সিনহা হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি শুরু   ইইউ তাদের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশসহ সাতটি দেশকে যুক্ত করেছে   ৮০০ কোটি টাকা লোপাটের আসামি সালমান ও শিবলী রুবাইয়াতসহ ৩০ কর্মকর্তা   টাইমেসর ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস   তারেক রহমানের বেড়ালের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়   বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা    সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘বিদ্যুৎ চোর বিপু আমলাদের সমন্বয়ে কৃত্তিম লোডশেডিং তৈরি করতো’
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:২৮ AM

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু)কে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

সম্পতি নিজের ফেরিভায়েড আইডি থেকে দেয়া ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো–

যেই শালারা লুটপাটপাট করে দলটাকে শেষ করল অতিরন্জতভাবে অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতি কে জোকারিতে পরিনত করলো তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময় এখন এগুলো লিখা যাবেনা আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোটকথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করবো আমরা আমাদের পরিবার জীবন দিবে আর তারা সুটেট বুটেট হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবে। 
অনেকদিন নি:শ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম কিন্তু আমার মাথায় আসেনা আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষে বিদ‍্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতিসাধন করেছেন কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ‍্যুৎচোর আমলাদের সমন্বয়ে কৃত্তিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব‍্যবসায়িদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। 

বিদ‍্যুৎ চোর বিপু বড় ব‍্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলো আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলো মনে করেছিলো বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেনা কিন্তু না নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ‍্যুৎ চোরে পরিণত হয়েছে বিপু।

বিপু একটা চোর চোর চোর ওর বউ চোর ভাই চোর সন্তানেরা চোর ওদের গত ১০ বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। বিপুর সমস্ত ব‍্যবসা বাণিজ‍্য বিএনপি জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছে বিপুরা ক্ষমতা এবং টাকার কারনে নিজেদের ইশ্বর মনে করতো চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার ঐ পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই  দে আ‍্যার পার্ভার্টেড বাই সোশালী এন্ড সেক্সুয়ালী  বিপু চোর বিপু চোর বিপু চোর  এই চোরের চুরির কারনে এবং বিপুর কেরামতিতে রাজনীতি কে রাজপথ থেকে এসি রুমে চলে  গেছে ফাইভ স্টারে নিয়ে গেছে রাজনীতিকে ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছে রাতের বেশ‍্যাদের কাছে নিয়ে গেছে ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন‍্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে আর আমরা আওয়ামীলীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। 

এলাকার রাজনীতিতেও বিপু জিরো পুরো রাজনীতি টা করেন ঐখানে শাহীন চেয়ারম্যান। অত‍্যন্ত জনপ্রিয় কর্মীবান্ধব দু:সময়ের শাহীন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু অথচ শাহীন চেয়ারম‍্যানের মতো পুরোনো মানুষের সাথে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছে বিপুর ব‍্যক্তিগত সহকারী এক ইয়ো ইয়ো বয়কে। 

বিপু কিন্তু তার ছেলেমেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছে কিন্তু আমি আপনি আমাদের ছেলেমেয়েদের মৌলিক চাহিদা পূরন করতে হিমশিম খাচ্ছি। 

আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি বড় বড় যথী মহারথীদের সাথেও অন্যায় ইস্যুতে ছাড় দেয়নি দিবোওনা।
 
নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করবো আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবেনা সেদিন থেকে আর রাজনীতিও করবোনা। 
নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন “এই আওয়ামীলীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায় “ব‍্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com