
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশে বহমান, তারেক রহমান। উন্নয়নে আপর নাম তারেক রহমান। বাংলাদেশে এখন একটাই নাম তা হলো তারেক রহমান। দেশের মানুষ এখন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। জনগনের আস্থা এখন তারেক রহমানের উপর রয়েছে। কারণ বিএনপি জনেগনের আস্থার দল। জিয়াউর রহমান ছিলেন দেশ প্রেমিক। তিনি ছিলেন সেক্টর কমান্ডার, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ যতদিন থাকবে,ততদিন এদেশের মানুষ জিয়ার গান গাইবে। তারেক রহমান জিয়াউর রহমানের একটি প্রতিছবি। তারেক রহমান দেশকে স্বনির্ভর করতে স্বপ্ন দেখাচ্ছেন, তিনি তা বাস্তবতায় করেতে বলেছেন, একটু উদ্বেগ, একটু চেস্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশ হবে স্বনির্ভরতা।
আজ শনিবার দুপুরে শাক্তা ইউনিয়ন বিএনপি, ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ঈদ উল ফিতর উপলাক্ষ ঈদ পুনর্মিলনীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বর দেশে নির্বাচন হবে, আপনারা তারেক রহমান হাতকে শক্তিশালী করতে ধানেরশীষে ভোট দিতে জনগনকে আহবান জানান।
তিনি আরো বলেন, আগামীতে ঢাকা- ২ আসন থেকে ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। আপনারা তার জন্য প্রস্তুুত হয়ে যান। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার আমলে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে ছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে় ফ্যাসিস্ট হাসিনার দোসররা তার উপর কিভাবে বর্বর হামলা চালিয়ে়ছিল তা আপনারা দেখেছেন। তাকে জোর করে সেই নির্বাচনে হারিয়ে় দেওয়া হয়ে়ছিল।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি উপস্থিত নেতা কর্মিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ক্লান্তি লগ্নে জিয়া পরিবার সব সময় পাশে এসে দাড়ায়। অতিতেও ছিলো বর্তমানেও তারেক রহমান, জনগনের পাশে থেকে ভোটার আদায় অধিকার ফিরে আনার আন্দোলন করে যাচ্ছেন। ৩১ দফাই বাংলাদেশে বড় সংস্কার। ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশে সুখ শান্তি ফিরে আসবে।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মডেল থানা বিএনপির সভাপতি হাজী মনির হোসেন মিনু, সহ সভাপতি শামীম হাজী, মনিরুল হক, ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মো জাকির হোসেন, বিএনপি নেতা হাজী বাবুল, হাজী সেলিম রেজা, মহসীন মন্টু, রফিক নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান খান, আতাউর রহমান হীরা, জানে আলম সুমন , ঢাকা জেলার যুবদলের নেতা মো. মাসুদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালিউল্লাহ সেলিম, জেলা মৎসীজীবিদলের নেতা রুহুল আমিন প্রমূখ।