শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যশোরে ঈদের রাতে বাজি ফোটানো নিয়ে যুবক খুন
খুলনা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১১:৩৫ AM আপডেট: ০১.০৪.২০২৫ ১১:৫০ এএম

যশোরে ঈদের খুশিতে পটকাবাজি ফোটানো নিয়ে দুই পক্ষের গোলযোগে অলিদ হোসেন (২২) নামের এক যুবক খুন হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাগলাদহ এলাকায় ঘটনা ঘটেছে৷

নিহত অলিদ পাশের নওদাগ্রামের হৃদয় হোসেনের ছেলে। এ সময় আরও ৪ যুবক ছুরিকাহত হয়।

তারা হলেন- নওদাগ্রামের লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০), রিপনের ছেলে আপন (১৭), আবু সাঈদের ছেলে শামীম হোসেন (১৮) ও বহর আলীর ছেলে আরিফ ওরফে রাশিদুল (১৭)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক রাশিদুলকে খুলনায় রেফার্ড করেছেন।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনার রাতে আপন, রাশিদুল ও শামীম বাজি ফোটাচ্ছিল। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তখন তারা দাবি করে তাদের শরীরে বাজি লেগেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলযোগ শুরু হয়। অলিদ ও তার পক্ষীয়রা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে।

খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় অলিদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় অলিদ হোসেনের মৃত্যু হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, ভর্তির সময় অলিদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। ওয়ার্ডে আনার কিছু সময় পর তার মৃত্যু হয়। আহতদের মধ্যে রাশিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, বাজি ফোটানো নিয়ে গোলযোগের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অলিদ নামে এক যুবক হয়েছে। এ সময় আরও ৪ জন ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com