রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   শাহাদতবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন   বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
২০২৫ পর্যন্ত থাকতে এসেছিলেন, থাকবেন ২০২৭ পর্যন্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:২২ AM

হাথুরুসিংহের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ক্যারিবিয়ান এই কোচ বাংলাদেশের দায়িত্ব পেলেও এবার পূর্ণ মেয়াদেই তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিল সিমন্সকে প্রধান কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের হেড কোচের দায়িত্ব পালন করবেন সিমন্স।

৬১ বছর বয়সী এই কোচ বাংলাদেশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী বিসিবির সেই বিবৃতিতে সিমন্স তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে প্রকৃত প্রতিভা আছে এবং আমি বিশ্বাস করি আমাদের এক সঙ্গে অসাধারণ কিছু অর্জনের সম্ভাবনা আছে। আমি সামনের এই যাত্রার জন্য উন্মুখ হয়ে আছি।’

সিমন্স আরও বলেন, ‘ইতিমধ্যে কয়েকজন অসাধারণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি। আমি এই স্কোয়াডের মধ্যে প্রচুর প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। ওদের দক্ষতা এবং খেলার প্রতি আগ্রহ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমরা এক সঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।‘

সিমন্সের অধীনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে। যেখানে বড় সফলতা না পেলেও নাজমুল হোসেন শান্তদের লম্বা সময়ের জন্য এই কোচের অধীনেই সফলতা আসবে বলে বিশ্বাস করে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা সিমন্স ২০০৪ সালে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালনের মাধ্যমে এই পেশা তাঁর ক্যারিয়ার শুরু করেন। এরপর আয়ারল্যান্ড , আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৬ সালে ড্যারেন সামিদের বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন সিমন্স।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com