শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাস টার্মিনালে সিসিটিভি ক্যামেরা মনিটরিং কার্যক্রম উদ্বোধন
জাহাঙ্গীর আলম পলক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৩০ পিএম

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী নিরাপত্তায় ঢাকার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে সিসিটিভি’র আওতায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে তিনটায় রাজধানীর সায়েদাবাদে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে টার্মিনাল গুলোতে চুরি, ছিনতাই, যাত্রী হয়রানি রোধে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এসময় তিনি জানান আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। 
গত (০৯ মার্চ) অনুষ্ঠিত সভার কার্যবিবরণী অনুযায়ী নিম্নে বর্ণিত দফা গুলো উপস্থাপন করেন।

গৃহীত বিশেষ ব্যবস্থা:

সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ:

ঢাকা-রংপুর, ঢাকা-সিলেটসহ সকল জাতীয় মহাসড়কে ঈদের ৭ দিন পূর্বে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
ঈদের সময় ৭ দিনের জন্য সকল উন্নয়ন কাজ বন্ধ রাখা হয়েছে।
কাঞ্চনপুর ব্রিজ সংলগ্ন নির্মাণাধীন সড়ক ঈদের সময় খুলে দেওয়া হবে।
এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চার লেন এবং ঝাওয়াল ব্রিজ চার লেন ২০ মার্চ ২০২৫ থেকে চালু করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা ব্রিজ ঈদের আগেই চালু করা হবে। 

যানজট নিরসন ও বিকল্প ব্যবস্থা:

যানজট প্রবণ এলাকায় বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনালে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং পুলিশ কন্ট্রোলরুমের সাথে সংযুক্ত করা হয়েছে।
১৫৫টি যানজটপ্রবণ স্পট মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।
ঈদযাত্রার সময় যানবাহন চলাচল পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা গৃহীত হয়েছে।

বিশেষ মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা:

ঈদের সময় বিভিন্ন মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।
যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও লক্কড়-ঝক্কড় যান চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করা হয়েছে।

ফেরি ও গণপরিবহন ব্যবস্থা:

পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে যাতে যানজট এড়ানো যায়।
বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালু করেছে এবং ৭৭৫টি বাস ঢাকা থেকে বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বাস-সার্ভিস ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিএনজি ও ফিলিং স্টেশন:

২৬ মার্চ থেকে ঈদ পরবর্তী ৫ দিন সার্বক্ষণিক সিএনজি স্টেশন খোলা থাকবে।

জরুরি সহায়তা কেন্দ্র ও স্বাস্থ্য সেবা:

দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরানোর জন্য রেকার ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।
৯৯৯ এর মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মহাসড়কের পাশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

টোল আদায় ও সেতু ব্যবস্থাপনা:

পদ্মা সেতু, যমুনা সেতু, কর্ণফুলী টানেলসহ প্রধান সেতুগুলোর টোল প্লাজায় পর্যাপ্ত জনবল রাখা হয়েছে।
ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গার্মেন্টস ও শিল্প-কারখানার ছুটি:

শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

বিআরটিএ নিয়ন্ত্রণ কক্ষ:

ঈদযাত্রার সময় যাত্রীদের সহায়তা দেওয়ার জন্য বিআরটিএ কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে।
যোগাযোগের জন্য বিআরটিএ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর (০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭ এবং ০১৫৫২১৪৬২২২)।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঈদযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের প্রতি অনুরোধ, ট্রাফিক আইন মেনে চলুন এবং যে কোনো সমস্যায় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com