প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:২০ পিএম আপডেট: ২৫.০৩.২০২৫ ১০:২৬ PM

ঢাকা মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতায় ১৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান ও টহল কার্যক্রম
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্যমতে, সোমবার (২৪ মার্চ ২০২৫) রাত ১২:০১ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ঢাকা মহানগরীর ৫০টি থানার আওতায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে ৩৪০টি টহল টিম রাতে ও ৩২৭টি টিম দিনে কাজ করেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ৭১টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়।
গ্রেফতার ও উদ্ধার
গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, মাদক ব্যবসায়ীসহ মোট ১৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২৩ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুটি গাড়ি, একটি মাইক্রোবাস, ছয়টি মোবাইল, ২৩টি স্মার্ট কার্ড, ১৮টি পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আইনি ব্যবস্থা
ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগরীর নিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডিএমপি জানিয়েছে। নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।