শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
ডিএমপির পুলিশ পরিদর্শকে পদোন্নতিপ্রাপ্ত সার্জেন্টদের র‍্যাঙ্ক ব্যাজ প্রদান
রনি মজুমদার
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৫:২৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ১৯ জন সার্জেন্টকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তাঁদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

নতুন দায়িত্ব গ্রহণের আহ্বান

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতির মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে যায়। জনগণের সেবা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে নতুন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

যারা পদোন্নতি পেয়েছেন, তারা হলেন

সার্জেন্ট মকবুল হোসেন খান, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ জাকির হোসেন, মো. কুদ্দুস আলী, মো. কবির হোসেন, আ স ম শরীফুজ্জামান, বিকাসুজ্জামান রনি, মো. রুবেল রানা, মো. নুরুল ইসলাম, মো. জহিরুল হক, মো. ফয়সাল আহমেদ বিপ্লব, মিনা মহিবউল্ল্যাহ, মো. বদরুল আলম, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মাজাহারুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. মোখলেছুর রহমান ও সুমন কুমার মহন্ত।

পদোন্নতি ঘোষণা ও আনুষ্ঠানিকতা

গত ২৯ মার্চ ২০২৫, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই পদোন্নতি প্রদান করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ পরিদর্শকরা তাঁদের নতুন দায়িত্ব পালনে পেশাদারিত্বের পরিচয় দেবেন এবং সড়কে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com