শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
ঈদ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪:১০ পিএম

ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঈদুল ফিতরের জামাত নির্বিঘ্নভাবে আয়োজন করা এবং যাত্রী সাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা

সভায় ডিএমপি কমিশনার জানান, ঈদুল ফিতরের সময় নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, “যেকোনো আইনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা সৃষ্টি করা। উল্টো পথে গাড়ি চালানো বা ফুটপাত দখল করে মোটরসাইকেল চালানোর মতো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও জানান, রাজধানীতে পুলিশের তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বিভিন্ন সংস্থার অংশগ্রহণ

এ সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, বিআইডব্লিউটিএ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।

সার্বিক প্রস্তুতি ও সমন্বয়

এছাড়া সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, ঈদুল ফিতরের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। বিশেষ করে বাস ও লঞ্চ টার্মিনাল, বিপণিবিতান, মার্কেট, ঈদগাহ ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বাড়ানো হবে।

ঢাকা মহানগর পুলিশ আশাবাদী, সকলের সহযোগিতায় ঈদুল ফিতর ২০২৫ উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে উদযাপিত হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com