প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রিপন আলী(৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
রিপন চাঁপাইনবাবগঞ্জর নতুন ইসলামপুর মহল্লার আব্দুল গফুরের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ৭ অক্টোবর মহারাজপুর মেলার মোড় থেকে র্যাবের হাতে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হন রিপন।
এ ঘটনায় ওইদিন মামলা করে র্যাবের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন। ২০২১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক রিপনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।