প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:২২ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ১০,৬৩০ পিস ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিবরণ
ঢাকা মেট্রো উত্তরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুটি টিম রাজধানীর উত্তর নামাপাড়া, পূর্ব গোড়ান ও উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবীনগর থেকে ৪,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন মো. মানিক হাজারী (২৭), পিতা: দুলাল হাজারী। অন্যদিকে, উত্তর গোড়ান এলাকা থেকে ৬,৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় মো. ইমন হোসেন (৩০), পিতা: সিরাজুল ইসলামকে।
এছাড়া, রাজধানীর উত্তর গোড়ান থেকে ১০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন মো. ফরহাদ হোসেন (২৮) ও মো. নজরুল (৪১)।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীতে মাদকের সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা রোধ করা সম্ভব হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।