রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   শাহাদতবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন   বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
আদালতের আদেশে ২৫ হাজার কর্মীকে পুনর্বহাল করতে যাচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:৫৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ হাজার নতুন সরকারি কর্মীকে ছাঁটাই করার কথা আদালতে আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো ট্রাম্প প্রশাসন। তাদেরকে পুনর্বহাল করার প্রক্রিয়া চলমান আছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। 

কর্মীদের ছাঁটাই প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে,আদালতের এমন রায়ের পর এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সোমবার রাতে বাল্টিমোর অঙ্গরাজ্যের আদালতে দাখিল করা নথিতে ১৮টি সরকারি সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্বহাল হওয়া এসব কর্মীকে আপাতত প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে।

সরকারি কলেবর ছোট করতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক কর্মী ছাঁটাই নিয়ে আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে এবার আদালতে দাখিল করা নথিপত্রে প্রথমবারের মতো পুরো বিষয়টি স্বীকার করেছে সরকার।

ছাঁটাই কর্মসূচি নিয়ে গত ১৩ মার্চ মার্কিন বিচারক জেমস ব্রেডার এক রায়ে বলেন, শিক্ষানবিশ কর্মীদের ছাঁটাই করায় আইনের লঙ্ঘন হয়েছে। তাদেরকে যতদ্রুত সম্ভব পুনর্বহাল করার আদেশ দেন তিনি।

ওই রায়ে ছাঁটাই করার বিরুদ্ধে ব্রেডার অবস্থান নেননি। বরং ছাঁটাই প্রক্রিয়াতে তিনি আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ার কিছু রীতিনীতি আছে। প্রশাসনের সেগুলো মেনে চলা উচিত ছিল।

ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকারোক্তির পর ব্রেডার বলেছেন, আদালতের রায় অনুসরণ করতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ট্রাম্প প্রশাসন। কর্মীদের পুনর্বহালের বিষয়ে তাকে নিয়মিত অবগত রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আদেশ দিয়েছেন তিনি।

এদিকে, মার্কিন কৃষি বিভাগ, স্বাস্থ্য ও জনসেবা বিভাগ, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, সাধারণ সেবা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার কর্মীরা ইতোমধ্যে মেইলে পুনর্বহালের নোটিশ পেয়েছেন। তবে আপাতত তাদের বেতনসহ প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com