রবিবার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১

শিরোনাম: ঢাকাসহ ৩ বিভাগে ঝোড়ো হাওয়ার আভাস   বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি: তারেক রহমান   ঈদের আগে সোনার দাম বাড়ানোর ঘোষণা   ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়   মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ১৬৫ কোটি ডলার   আবরার হত্যার রায় ছাত্ররাজনীতির জন্য কড়া বার্তা   স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্র সচিব   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:৪৬ পিএম

তিন বছরের যুদ্ধে প্রথমবারের মতো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরবে দীর্ঘ বৈঠক শেষে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

জেদ্দায় আয়োজিত বৈঠকে ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেয় কিয়েভ। যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে ৩০ দিনের একটি অন্তবর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতায় এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে। এটি কিন্তু কেবল ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা ব্যবহার অথবা কৃষ্ণসাগর এলাকার জন্য নয়, বরং পুরো যুদ্ধক্ষেত্রের জন্যই এই বিরতি প্রযোজ্য হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন প্রস্তাবে সম্মত হবে বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, বুধবার এ বিষয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের বৈঠক হতে পারে।

যুদ্ধবিরতিতে সম্মত হতেই ইউক্রেনের জন্য স্থগিত সামরিক সহায়তা ওপ গোয়েন্দা তথ্য বিনিময় সুবিধা পুনরায় চালু করার ঘোষণা নিয়েছে ওয়াশিংটন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ শিগগিরই একটি চুক্তি সম্পন্ন করবে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশটির অর্থনীতি সম্প্রসারণ করবে এবং দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করবে।

তবে খনিজ সম্পদের কথা উল্লেখ করা হলেও জেলেনস্কির বহুল আকাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি এখনও অন্তর্ভুক্ত হয়নি বলেই মনে হচ্ছে। হয়ত এটি নিয়ে পরে আলোচনা হবে। অবশ্য ইউক্রেনের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ট্রাম্পের আপত্তি নিয়ে সকলেই তো অবগত আছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com