বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২

শিরোনাম: যুদ্ধবিরতির পর গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল   ১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার   জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক   ‘নাশকতার শঙ্কায়’ রাষ্ট্রীয় স্থাপনা ও থানায়-থানায় নিরাপত্তা জোরদার   নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা   শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি   ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতের সংবাদমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা সংবাদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:০১ AM

দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডেসহ কিছু ভারতীয় সংবাদমাধমে সম্প্রতি প্রকাশিত ভিত্তিহীন কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং কমান্ড শৃঙ্খলে ভাঙনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ ও দেশের সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা এবং সুনাম ক্ষুণ্ন করতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী প্রধানের তার দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্য অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ।

বিশেষ করে উদ্বেগের বিষয় হলো, দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরণের ‘ভুল তথ্য প্রচারণা’ চালিয়ে আসছে। এই সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক মাস আগে, ২৬ জানুয়ারি একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। এই ধরনের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পরবর্তীতে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি কতিপয় টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করেছে।

আইএসপিআর আরো জানায়, ‘দায়িত্বশীল সাংবাদিকতার’ নীতি মেনে চলার পরিবর্তে, তারা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ায় ‘বাংলাদেশ সেনাবাহিনী এবং বদেশের মানুষের মাঝে অবিশ্বাস তৈরির’ হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভারতে সংবাদমাধ্যমগুলোকে সাংবাদিকতার নিয়ম মেনে চলার এবং যাচাই না করে চাঞ্চল্যকর গল্প সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করা হচ্ছে ‘এই ধরনের প্রতিবেদন প্রকাশের আগে তাদের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)-এর কাছ থেকে মন্তব্য এবং সংবাদের স্পষ্টতা জেনে নেওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক এবং সরকারী তথ্য প্রদানের জন্য আইএসপিআর সর্বদা নিয়োজিত।

বাংলাদেশ সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল।

তাই সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছে। একইসঙ্গে উত্তেজনা ও  বিভ্রান্তি সৃষ্ট করে এমন মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com