প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:৪৭ AM

গাজীপুর জেলার কালীগঞ্জে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। চাঁদার ৩ লাখের মধ্যে ৩০ হাজার টাকা দেওয়ায় বাকী টাকার জন্য মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে হাসপাতালে ভর্তি করে।
সোমবার (১০ মার্চ) কালীগঞ্জ উপজেলা হাসপাতাল সূত্রে এই খবর জানা যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের, দালান বাজারের মাছ ব্যবসায়ী এনামুল মোড়লের কাছে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এনামুল ৩০ হাজার টাকা দেওয়ায় চাঁদাবাজরা উত্তেজিত হয়ে রবিবার সকালে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানবিকভাবে মারধর করে। মারধরের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিকেলে ভিকটিমকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।