শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
পদত্যাগ করবেন না বলে জানালেন বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:২২ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ১০:৪০ PM

কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।  তিনি জানান, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না।

বৃহস্পতিবার পদত্যাগের দাবি ও কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যে দুপুরে অফিস করেন রাশেদ মাকসুদ। 

পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজ চলমান তা আরও জোরদার করা হবে। বিভিন্ন অনিয়মে ৭ টি তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। 

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘আমরা এক চুল পরিমাণও সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথানত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেটা আমরা করে যাব।’  

এর আগে বিএসইসি কর্মকর্তা কর্মচারী ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্বাধীন কমিশন গঠন করা না হলে কর্মবিরতি চলবে।

বিএসইসির অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ বলেন, ‘বর্তমান কমিশনকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com