প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩:১৮ AM আপডেট: ০৬.০৩.২০২৫ ৩:২৭ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার (২৬) নামের এক দেবরের এলোপাতাড়ি দায়েরর কোপে ভাবি মিতু সরকার (৩৬) নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিতু সরকার অভিযুক্ত দেবরের চাচা নিমাই সরকারের ছেলে রনজিত সরকারের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত দেবর আনন্দ সরকারকে গ্রেপ্তারকরেছে পুলিশ।
এছাড়া একই ঘটনায় অভিযুক্তের দা’র কোপে তার বাবা- মাসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে একজন সম্পর্কে অভিযুক্ত আনন্দ’র কাকা ও অপরজন প্রতিবেশী।
জানাগেছে, মোটর মেকানিক আনন্দ সরকার দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন। বিদেশ যাওয়ার জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তি তাকে বিদেশ পাঠাতে পারেননি। টাকা ফেরত চেয়েও পাননি তিনি। ব্যক্তি জীবনে অবিবাহিত আনন্দ এসব নিয়ে হতাশাগ্রস্থ থাকা অবস্থায় হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনের বিষয়ে তদন্ত চলছে।