শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
খান আমিন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ পিএম আপডেট: ২৫.০২.২০২৫ ১১:৪২ PM

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের উত্তরাধিকার অব্যাহত রাখতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘দুই দেশের বন্ধন আগের মতোই শক্তিশালী থাকবে, তা আমাদের নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় রা‌শিয়ান হাউসের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আজ রাশিয়ান হাউসের ৫০তম বার্ষিকী উদযাপন করছি, আসুন আমরা ভবিষ্যতের দিকেও তাকাই। প্রকৃতপক্ষে এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উদযাপন শুধুমাত্র অতীতের প্রতিফলনই নয় বরং আগামীতে আরও শক্তিশালী, আরও প্রাণবন্ত অংশীদারত্ব গড়ে তোলার জন্য একটি নতুন প্রতিশ্রুতি।’

তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করছি, ঢাকায় রাশিয়ান হাউস আগামীতে আরও অনেক বছর ধরে আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর সংযোগকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। যেহেতু আমরা এই ঐতিহাসিক উপলক্ষটি উদযাপন করছি, আমি রাশিয়ান সরকার, ঢাকায় রাশিয়ান দূতাবাস এবং রাশিয়ান হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের এই বন্ধুত্বের বন্ধনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে চাই।’

তৌহিদ হোসেন বলেন, ‘যারা গত ৫ দশকে রাশিয়ান হাউসের সাফল্য এবং উত্তরাধিকারে অবদান রেখেছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন, শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ, ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক প্যাভেল অ্যা ডভোয়চেঙ্কোভ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com