প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৩ পিএম

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ‘সাহসই হলো সফলতার প্রথম ধাপ। জীবনকে সাজাতে ও জীবনের লক্ষ্যে পৌঁছাতে সবার আগে সাহসের প্রয়োজন।’
তিনি বলেন, ‘যার সহস নেই, সে মূল্যহীন। এ জগতে সাহসহীন লোক তার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। তাই তোমাদের সিংহের মতো গর্জন করে বাঁচতে হবে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা পি এম পাইলট স্কুল এন্ড কলেজের ১০৪তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নেত্রী হিসেবে নয়, আমি তোমাদের পাশে অভিভাবক হিসেবে থাকতে চাই।’
শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোকারাম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাদ্দেদ আলী বাবু, থানা বিএনপির নেতা হাজী উমর শাহনেওয়াজ, মো.আশ্রাফ, মো.আবুল হাসান, যুবনেতা আবু জাহিদ মামুন প্রমুখ।