প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৮ পিএম

যশোর ঝিকরগাছায় ভোক্তা অধিকারের সমন্বিত অভিযানে হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) ঝিকরগাছা পৌরশহরের নীরবস্নাক্স এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে ইন্ডাস্ট্রিয়াল লবণ রাখাই ৩০ হাজার ও এশা মেডিকেল স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ হাজার টাকার অর্থদণ্ডও আদায় করা হয়।
নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার ও ক্যাবের সমন্বিত এই অভিযানে অংশগ্রহণ করেন, ভোক্তা অধিকার যশোরের উপপরিচালক তামান্না তাসলিম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা অফিসার আব্দুর রহমান, জেলা পরিদর্শক আব্দুর রশিদ, ঝিকরগাছা উপজেলা সেনেটারী অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোহাম্মদ আব্দুল মতিন।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়ম- অব্যবস্থাপনার বিষয়ে নিকট ভবিষ্যতের জন্য কঠোর সতর্ক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।